অধ্যক্ষ এর বাণী

১৯৯২ সালে মরহুম আব্দুল মজিদ মিয়া নিজ পিতা সদরউদ্দিন মাতব্বরের নামে শিবালয় উপজেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিবালয় সদরউদ্দিন কলেজ। জন্মলগ্ন থেকে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা বিস্তারের মাধ্যমে শিবালয়বাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে শতভাগ। প্রতি বৎসর কলেজটি তার শিক্ষার্থীর ভালো ফলাফলের মাধ্যমে এনেছে অভূতপূর্ব সাফল্য । সকল গতানুগতিক সাফল্যকে পেছনে ফেলে অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে কলেজটি সকলের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যে কলেজটি ডিগ্রি কলেজে পরিণত হয়।
শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজটি মানিকগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যার সাফল্য সুবিদিত। বহুবার এই প্রতিষ্ঠানটি আদর্শ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। অতীতের মত আগামী দিনে সাফল্যের ধারাবাহিকতা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান উন্নয়ন এবং সার্বিক পরিবেশ সুন্দর করার লক্ষ্যে কলেজের সকল শিক্ষক কর্মচারী নিবেদিত প্রাণ।
এটি একটি বুনিয়াদি বিদ্যাপীঠ। সন্তোষজনক মানে ও সুষ্ঠু পরিবেশ লক্ষ্য করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ ও ২০১৯ এ কলেজটি মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ) নির্বাচিত হয়। প্রতিষ্ঠানের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে।আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তোলা এখন সময়ের দাবি।এ লক্ষ্য পূরনের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। শিক্ষার্থীদের দোরগোড়ায় সমস্ত ধরনের তথ্য,ডিজিটাল শিক্ষা উপকরন পৌঁছে দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে এই ওয়েবসাইটের যাত্রা শুরু।
শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের সমস্ত শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের ডিজিটাল মিলনমেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ওয়েবসাইটটি।এই ওয়েবসাইটটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের লক্ষ্য পূরনে শক্তিশালী অবদান রাখবে বলে আশা করছি।