অধ্যক্ষ এর বাণী


১৯৯২ সালে মরহুম আব্দুল মজিদ মিয়া নিজ পিতা সদরউদ্দিন মাতব্বরের নামে শিবালয় উপজেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিবালয় সদরউদ্দিন কলেজ। জন্মলগ্ন থেকে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা বিস্তারের মাধ্যমে শিবালয়বাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে শতভাগ। প্রতি বৎসর কলেজটি তার শিক্ষার্থীর ভালো ফলাফলের মাধ্যমে এনেছে অভূতপূর্ব সাফল্য । সকল গতানুগতিক সাফল্যকে পেছনে ফেলে অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে কলেজটি সকলের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যে কলেজটি ডিগ্রি কলেজে পরিণত হয়।

শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজটি মানিকগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যার সাফল্য সুবিদিত। বহুবার এই প্রতিষ্ঠানটি আদর্শ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। অতীতের মত আগামী দিনে সাফল্যের ধারাবাহিকতা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান উন্নয়ন এবং সার্বিক পরিবেশ সুন্দর করার লক্ষ্যে কলেজের সকল শিক্ষক কর্মচারী নিবেদিত প্রাণ।

এটি একটি বুনিয়াদি বিদ্যাপীঠ। সন্তোষজনক মানে ও সুষ্ঠু পরিবেশ লক্ষ্য করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ... আরো পড়ুন

নোটিশ বোর্ড

সকল নোটিশ